• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২২, ১১:১৫
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া টু মাওনা আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। চালকসহ ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।

রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলার হবুরচালা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার পেলাইদ গ্রামের রাজে আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৫)।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আরিফুল সকালে তার নিজবাড়ি (পেলাইদ) থেকে মির্জাপুর থানার গোড়ায় যাওয়ার জন্য রওয়ানা দেন। ফুলবাড়ীয়ার হবুরচালা এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আরিফুল নিহত হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানা অধীনস্থ ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহসিন মোল্লা আরটিভি নিউজকে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
নাশতা করে বাড়ি ফিরছিলেন ৩ মোটরসাইকেল আরোহী, চাপা দিলো বাস