ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফাঁদ পেতে অপহরণ করে মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ৫

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৯:৫২ এএম


loading/img
ফাইল ছবি

রাজশাহীতে বাড়ি ভাড়ার ফাঁদ পেতে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (১৮ এপ্রিল) রাতে নগরের কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরের এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বিস্তারিত জানান নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

বিজ্ঞাপন

তিনি জানান, সোহেল রানা (২৪) নামে এক শিক্ষার্থী বাড়ি ভাড়া নিতে চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফা আক্তার সাথী (২৭) তার সাথে যোগাযোগ করেন। পরে তাকে বাড়ি দেখানোর নাম করে কৌশলে নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকার জনৈক এনামুল হকের বাড়িতে নিয়ে আটকে রাখে।

এ সময় চক্রের অন্য সদস্য মাসুম শেখ (৩৮), আশিক আলী (২৩), মুনতাসির আলী (২৯), ও পলাশ (২৭) শরিফা আক্তারের সঙ্গে যোগ দিয়ে সোহেল রানাকে মারধর করে এবং জোর করে শরিফার সঙ্গে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে। এ সময় তাকে পুলিশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ১৪ হাজার ৯০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

আবু কালাম সিদ্দিক বলেন, সোহেল রানা পুলিশের কাছে অভিযোগ করলে ডিবি পুলিশের একটি দল চক্রটির ৫ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ওয়াকিটকির মতো দেখতে ওয়ারলেস, পুলিশের জুতা, চাকু, নগদ ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, ঈদের সময় এমন প্রতারক চক্র ফাঁদ পেতেছে নগরীর বিভিন্ন স্থানে। পুলিশ এসব ঘটনা বন্ধ করতে তৎপর রয়েছে।

অপহরণের শিকার সোহেল রানার বাড়ি বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামে। তার বাবার নাম আবুল আসাদ। অপরদিকে গ্রেপ্তার মাসুদ শেখ নগরীর হাদির মোড় বৌবাজার এলাকার আলম শেখের ছেলে। আর সেলিম আলীল ছেলে আশিক আলী ও মোহাম্মদ আলীর ছেলে মুনতাসির আলী সিয়ামের বাড়ি রামচন্দ্রপুর মিরেরচক। এ ছাড়াও মামসুললের ছেলে পলাশের বাড়ি কেদুর মোড় বউবাজার এবং মামুনুর রহমান বাবুর স্ত্রী শরিফা আক্তার সাথীর বাড়ি চারঘাট উপজেলার হলিদাগাছী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |