• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২২, ১৯:৩২
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ফজলুর রহমান (৭০)।

স্থানীয় ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সঙ্গে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। এরই জেরে আজ মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসিতে যায় বড় ভাই ফজলুর রহমান। পরে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা একটি ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় সময় গুরুতর আহত ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, আজ মঙ্গলবার দুপুরে জমি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামী আটক
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক নিহত
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 
পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন