ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এ সময় মহাসড়কে যানজট না থাকলেও যাত্রীদের চাপ রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮এপ্রিল) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড় যাত্রীদের চাপ দেখা যায়। তবে পরিবহনগুলোতে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।
যাত্রীরা জানান, আজ বৃহস্পতিবার থেকে বিভিন্ন শিল্পকারখানা ছুটি হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ঘরমুখো মানুষ বাড়ি যেতে শুরু করেছে। পরিবহনগুলোতে নেওয়া হচ্ছে দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া।
বিজ্ঞাপন
সালনা হাইওয়ে পুলিশের ওসি ফিরোজ হোসেন আরটিভি নিউজকে জানান, ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।