ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া ফেরিঘাটে

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ , ১০:৪০ এএম


loading/img
চাপ বেড়েছে পাটুরিয়া ফেরিঘাটে

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও ছোট গাড়ির চাপ রয়েছে। পাটুরিয়া ঘাটের পাঁচ নম্বর পন্টুন এলাকা থেকে ছোট গাড়ির লাইন দীর্ঘ হয়েছে দুই কিলোমিটার। ফেরি পারের অপক্ষায় ২ থেকে ৩ ঘণ্টা আটকে থাকতে হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যাত্রীদের।

বিজ্ঞাপন

শনিবার (৩০ এপ্রিল) সকালের দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে লঞ্চেও যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তবে ৩৪টি লঞ্চ সচল থাকায় ঘাটে আসা মাত্র লঞ্চে উঠে যেতে পারছেন বলে জানিয়েছেন আরিচা লঞ্চ ঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ আরটিভি নিউজকে বলেন, যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২১টি ফেরি চালু থাকায় ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে। সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায়, ঘাটে আসামাত্রই পার হয়ে যেতে পারছে দুরপাল্লার বাস ও জরুরি পণ্যবাহী গাড়ী। 

তবে ছোট গাড়ির কিছুটা বেশি থাকায় ছোট গাড়ির যাত্রীদের কিছু সময় ঘাটে আটকে থাকতে হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |