• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ মে ২০২২, ১০:৩৪
লক্ষ্মীপুরে ১১ গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সোমবার (২ মে) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদরাসায় নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ইমামতি করেন মাওলানা মনিরুল ইসলাম। তবে এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লিরা পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল ফিতর উদযাপন করছেন।

উল্লেখ্য, মাওলানা ইসহাক (রা:) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪৩ বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেপ্তার
তাবলীগ জামাতের সংকট নিরসনের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
লক্ষ্মীপুরে জামায়াতের আমিরসহ খালাস পেলেন ৩৭ আসামি