ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মে ২০২২ , ১০:৫৭ এএম


loading/img

বৈরী আবহাওয়ার মধ্যেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মে) সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ৩ লাখ মুসুল্লির সমাগম হয়েছে ঈদের জামাতে। করোনা মহামারিতে গত ২ বছর ঈদের জামাত না হওয়ায় এবার মুসুল্লিদের ঢল নেমেছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আবদুস সালাম গোলাপ জানান, মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হজরত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। সে বছরই শোলাকিয়ায় অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মুসুল্লি অংশ নিয়েছিল বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’, যা উচ্চারণের বিবর্তনে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |