সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
সিরাজগঞ্জের তাড়াশ, কামারখন্দ ও চৌহালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) তাড়াশে ও চৌহালীতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আব বুক্কারের ছেলে মেহেদী হাসান (১৭), মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৪), কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শ্বাবন্তী (৪) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোঃ সজিবের ছেলে মোঃ ফারহান (৫)।
আহতদের মধ্যে উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের রাকিব হোসেন (১৭), রাজ্জাকের ছেলে রনি আহমেদ (১৬), উজ্জল (১৯), শহিদুল ইসলাম (১৮), গোলাম হোসেন(১৪), রায়গঞ্জের ভুইয়াগাতী গ্রামের রবিউল ইসলাম (৩৪), তাড়াশ উপজেলার শুভার গ্রামের রায়হান আলী (৪০), জিম আহমেদ (১৮) ও রাকিব হোসেন (২৫)কে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মেহেদী নামের এক তরুণ বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে গুল্টা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক লুৎফর রহমান জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি ৭নং ব্রীজ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল চাপায় শাকিল নামে এক শিশু নিহত হয়েছে।
সদর উপজেলার বনবাড়িয়া এলাকাবাসী জানায়, ফাঁকা সড়কে দ্রুতগতিতে চালাতে গিয়ে দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এক মোটর সাইকেলে তিনজন অপরটিতে দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ৫ জনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান, শিশু ফারহান চৌহালীতে বাবা-মার সঙ্গে নানার বাড়িতে ঈদ উদযাপন করতে এসেছিলো। দুপুরে দোকানে কোমলপানিয় কিনে রাস্তা পারাপারের সময় ইজিবাইক ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান, সোমবার সন্ধ্যায় দৌঁড়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশু শ্রাবন্তী। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন