ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জামাই-শ্বশুরের

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ , ১১:২৯ পিএম


loading/img
জামাই-শ্বশুরের স্বজনরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছায়েদ মিয়া (৬৩) ও তার জামাতা সাজু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ মে) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনা থেকে বৈদ্যুতিক ধানমাড়াই মেশিন ঘরের বারান্দায় নিয়ে যাচ্ছিলেন সাজু মিয়া। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে শ্বশুর ছায়েদ মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |