• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ১৬ মে ২০২২, ২০:২৯
কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ও ফুলবাড়িতে পানিতে ডুবে একই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরের পর পৌরসভার আব্দুল হাকিম ডারারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।উলিপুরের মৃত শিশুর নাম আব্দুল্লাহ (৩)।
শিশুটির পরিবার ও এলাকাবাসীরা জানান,উপজেলার পৌর এলাকার ডারারপাড় গ্রামের কবরস্থানের পাশে শিশুটির মা ও দাদি সদ্য কর্তন করা বোরো ধান নিয়ে ব্যস্ত ছিলেন।ব্যস্ততার ফাঁকে শিশুটি তাদের অজান্তে পাশের একটি খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার নিশ্চিত করেন।
অন্যদিকে,কুড়িগ্রামের ফুলবাড়িতে সোনামনি (০১) নামের এক শিশু বারোমাসিয়া নদীতে ডুবে মারা যায়। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী প্যাচাই গ্রামে এই ঘটনা ঘটে।শিশুটি ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত শিশুর মা লাকি বেগম বাড়ির পাশে বারোমাসিয়া নদী সংলগ্ন এলাকায় বোরো ধান শুকাতে ব্যস্ত থাকায় শিশুটি তার মায়ের অজান্তে বারোমাসিয়া নদীতে পড়ে ডুবে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্থানীরা এসে বারোমাসিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রাম কলেজ মাঠ পরিদর্শনে জামায়াত সেক্রেটারি
তাবলীগ জামাতের সংকট নিরসনের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
সীমান্তে আর কোনো লাশ ঝুললে কাঁটাতার অভিমুখে মার্চ: সারজিস
‘আমার মৃত্যুর জন্য জাহেদা দায়ী, জীবনটা নষ্ট করেছে কাওছার’