ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৎস্যজীবীর আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২২ মে ২০২২ , ১১:৫২ এএম


loading/img
ফাইল ছবি

রাজবাড়ী শহরের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক মৎস্যজীবী আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

রোববার (২২ মে) সকালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

নিহত আনন্দ সরকার (৫৫) রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা। তিনি খালে-বিলে মাছ ধরে সংসার চালাতেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার সকালে ট্রেন এলে আনন্দ সরকার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পারিবারিক কলহ বা অসুস্থতার কারণে এমন কাজ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |