ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

প্রেমিকের সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ প্রেমিকার

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ০২:২৮ পিএম


loading/img

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ মার্চ) দুপুরে কাশিয়ানী থানার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকার বেলতলা রেলক্রসিং এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে মুন্নী খানম (১৬)। তিনি মালা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

বিজ্ঞাপন

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, একই উপজেলার ব্যাসপুর গ্রামের আবিরের সঙ্গে মুন্নী খানমের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সকালে ওই ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মুন্নী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। পরে মুন্নীর ফোনের ডায়াল কলে এ ওই ছেলেটির নম্বর পাওয়া গেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মো. ফিরোজ আলম জানান, মুন্নী পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোনের বাড়িতে যাচ্ছিল। এ সময় বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |