ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তার নাম মেঘলা আক্তার নিলুফা (১৯)।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম রেলপথের গোপীনাথপুর ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেঘলা আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকার মো. মুসলিম মিয়ার মেয়ে। তিনি কসবার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।
বিজ্ঞাপন
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার।
তিনি বলেন, একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নীলুফা আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।