• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

বিয়ের প্রলোভনে ধর্ষণ, পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর মামলা

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২২, ১০:৩৬
বিয়ের প্রলোভনে ধর্ষণ, পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর মামলা
ফাইল ছবি

ফেনীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

বুধবার (২৫ মে) সকালে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৪ মে) রাতে ফেনী মডেল থানায় ভুক্তভোগী তরুণী নিজেই এ মামলা করেন।

অভিযুক্ত শরীফ উদ্দিন বাবলু (২৬) ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা এলাকার বাসিন্দা। তিনি র্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার হিঙ্গলি ইউনিয়নের ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর মহিপালে আবাসিক এলাকায় একটি হোটেলে এনে তাকে বারবার জোরপূর্বক ধর্ষণ করে বাবলু। সম্প্রতি ভুক্তভোগী তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে বাবলু এতে অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয় তরুণী।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনিব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একমাত্র সঞ্জয়ই দোষী, সাজা ঘোষণা সোমবার  
শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক দলের কেউ নয়, দাবি জেলা যুবদলের
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড