বরিশালের উজিরপুরের শানুহারের দুর্ঘটনাকবলিত বাসের মালিক ও চালকের পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় জিডি করেছে পুলিশ। রোববার রাতে এ তথ্য নিশ্চিত উজিরপুর মডেল থানার ওসি আর্শাদ আলী।
তিনি জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যাত্রীবাহী যমুনা লাইনস বাসের মালিক ফরিদপুরের ভাঙ্গা এলাকার মো. ফারুক আহমেদ। তিনি ট্রাস্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে বাস কিনেছেন।
অন্যদিকে চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার মানিক খানের ছেলে আরিফ খান। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি বেল্লাল হোসেন জানান, হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহবুব বাদী হয়ে যমুনা লাইনচালককে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা করেছে। আসামির বিরুদ্ধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।