ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বাবার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করলেন মেয়ে

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুন ২০২২ , ১২:১২ পিএম


loading/img
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় ধর্ষণচেষ্টার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (১ জুন) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩১ মে) রাতে চুয়াডাঙ্গা সদর থানায় এ মামলা করেন তিনি।

ভুক্তভোগীর স্বামী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (৩১ মে) সকালে আমি ইজিবাইক নিয়ে বেরিয়ে পড়ি। পরে সকাল সাড়ে ১০টার দিকে আমার শ্বশুর আমাদের বাড়ি আসেন। পরে আমার মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়ে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে তিনি। এ সময় স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। একই সঙ্গে আমার শ্বশুরকে আটক করে পুলিশে দেন। তবে এর আগেও আমার স্ত্রীকে নানান রকম প্রস্তাব দিয়েছেন তিনি। আমরা ভাবতেও পারিনি নিজের মেয়ের সঙ্গে তিনি এমন করতে পারেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, মঙ্গলবার (৩১ মে) রাতে ভুক্তভোগী নারী তার বাবার নামে মামলা দায়ের করেছেন। বুধবার (১ জুন) দুপুরে অভিযুক্ত ব্যক্তিকে (৫০) আদালতে তোলা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |