ঝিনাইদহে পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল খালেকের প্রার্থিতা বাতিলের পর থেমে গেছে প্রচার-প্রচারণা। দলের নির্বাচনি ক্যাম্পগুলোতে কর্মী-সমর্থকদের নেই কোনো কোলাহল। সব জায়গায় রয়েছে ফাঁকা। তবে আইনি লড়াই এ প্রার্থিতা ফিরে পাবার আশা নেতাদের।
বিজ্ঞাপন
স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ওপর হামলাসহ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকেই দলের কর্মী-সমর্থরা হতাশার মধ্যে রয়েছে।
তারা কেন্দ্রীয় নেতাদের পরামর্শে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবে বলে আশা করছেন।