ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সহকর্মীদের হারিয়েও থেমে নেই ফায়ার ফাইটাররা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুন ২০২২ , ০২:১১ পিএম


loading/img
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে গতকাল শনিবার (৪ জুন) রাতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এগিয়ে আসে ফায়ার সার্ভিস। উদ্ধারকারী দলে একে একে যোগ দিয়েছে চট্টগ্রামসহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের ইউনিট। তারা সবাই এসে আগুন নির্বাপণের চেষ্টা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

গত রাতে বিস্ফোরণের পর থেকে এ পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুইজন নিখোঁজ রয়েছেন। 

রোববার (৫ জুন) এ ঘটনায় শোক জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন।

বিজ্ঞাপন

এমন ভয়াবহ ঘটনায় ক্লান্ত ও বিধ্বস্ত ফায়ার ফাইটাররা। এই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা এবং সদ্য হারানো সহকর্মীদের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অনেক ফায়ার সার্ভিসের কর্মীরা।

তারা জানান,পাঁচ সহকর্মীকে হারিয়েছি। এ শোক নিয়ে আগুনে নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে।

সীতাকুণ্ডের সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে গতকাল শনিবার রাত আনুমানিক ৯টার দিকে আমদানিকৃত একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখন হঠাৎ করে একটি কেমিক্যাল-বোঝাই কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
এখন পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |