বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি চলছে। ফলে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মবিরতি চলছে।
মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বন্দরসহ দেশের ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডি এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান।
তিনি বলেন, লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনের দাবি একাধিকবার জানিয়ে আসলেও সংশিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় বাধ্য হয়ে এ বাণিজ্যিক সংগঠনটি কর্মবিরতির ডাক দিয়েছেন।
এর আগে, গত রোববার ঢাকায় সাংবাদিক সম্মেলন করে সংগঠনটির সভাপতি শামছুর রহমান ও মহাসচিব সুলতান হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন।
কর্মবিরতি চলায় বেনাপোল বন্দর ও কাস্টমসে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম থেকে বিরত রয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। এ ছাড়া প্রতিবাদ কর্মসূচি সফল করতে সিঅ্যান্ডএফ সদস্যদের মধ্যে লিফলেট বিতরণ ও পথসভা চলছে।
ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বলেন, ২০২০ লাইসেন্সিং বিধিমালা সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। অ্যাসোসিয়েশনের সবার মতামত নিয়ে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
বেনাপোল কাস্টমসের সামনে সিঅ্যান্ডএফ সদস্যরা অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করছেন বলেও জানান তিনি।
বেনাপোল শুল্ক ভবনের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকসির মোল্লা বলেন, মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
মন্তব্য করুন