ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

একই নারীকে দু'বার বিয়ে করেও সংসার টিকল না আমিনুরের

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুন ২০২২ , ১২:০০ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে নওগাঁর মোকাম বদলগাছি পারিবারিক আদালতে মামলা করেছেন যুবলীগ নেতা আমিনুর রহমান। 

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুন ২০১৯ সালে উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত সুজাউল হকের ছেলে মো. আমিনুর রহমানের সঙ্গে কিসামত পাঁচঘরিয়া গ্রামের মো. তৌহিদুল ইসলামের মেয়ে তুলি পারভীনের বিয়ে হয়।
  
বিয়েতে ৫০ হাজার টাকার দেনমোহর ধার্য করা হলে স্বর্ণালঙ্কার বাবদ ৪৫ হাজার টাকা পরিশোধ করে ৫ হাজার টাকা বকেয়া রেখে তাদের বিবাহ রেজিস্ট্রি সম্পন্ন হয়। এরপর থেকে সংসার করছিলেন তারা। হঠাৎ চলতি বছরের ১৭ মার্চ বাদী আমিনুর রহমান দলীয় প্রোগ্রামে বাড়ির বাইরে থাকা অবস্থায় বিবাদী তুলির বাবার বাড়ি থেকে কেউ এসে তাকে নিয়ে যায়। বাদী আমিনুর প্রোগ্রাম শেষে নিজ বউকে বাড়িতে দেখতে না পেলে তার পরিবারের অন্য সদস্যরা জানান তুলি বাবার বাড়িতে চলে গেছে। 

এরপর আমিনুর তার শ্বশুর বাড়িতে বউকে আনতে গেলে, তাকে তার বউয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বরং অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর আমিনুর তুলির সঙ্গে কয়েকবার দেখা করার চেষ্টা করলেও তার (তুলি) মা-বাবা দেখা করতে দেয়নি।

বিজ্ঞাপন

পুনরায় গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলা নববর্ষ উপলক্ষে মাতব্বরসহ আমিনুর তুলিকে শ্বশুরবাড়ি আনতে গেলে সে (তুলি) আসার জন্য রাজি হন। কিন্তু মেয়েকে তার সঙ্গে যেতে দেবে না জানিয়ে তুলির মা-বাবা আমিনুরকে হুমকি ও ভয়ভীতি দেখান। পরবর্তীতে এখনও তাদের দাম্পত্য সম্পর্ক রয়েছে এই মর্মে তা পুনরুদ্ধার করার জন্য মামলা দায়ের করেন আমিনুর।

এ ব্যাপারে বিবাদী তুলি পারভীন আরটিভি নিউজকে বলেন, আমিনুর একটি ভুয়া কাবিন দেখিয়ে আমাকে স্ত্রী বলে দাবি করেন। ওই কাবিনের জন্য আমি তাকে ডিভোর্স দিয়েছি। ২য় বিয়ের সম্পর্ককে অস্বীকার করে, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে হেনস্তা করার অপচেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, তুলি পারভিনের সঙ্গে আমিনুরের প্রথম বিয়ে হয় ২০১৩ সালের ১০ই ডিসেম্বর। এরপর ২০১৮ সালের ১৩ ডিসেম্বর তুলি তাকে ডিভোর্স দেয়। পরবর্তীতে সে পুনরায় আমিনুরের সঙ্গে সংসার করতে চায়। তাকে বিয়ে না করলে সে আত্নহত্যা করবে বলেও হুমকি দেয়। এরপর ২০১৯ সালের ৬ জুন তারা আবার বিয়ে করেন। এমনটাই জানিয়েছেন আমিনুর।
 
এ বিষয়ে আমিনুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, মামলা সূত্রে যা বর্ণনা করা হয়েছে তা সত্য। তুলিকে তার মা-বাবা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এসব অস্বীকার করতে বাধ্য করছেন বলেও অভিযোগ করেন আমিনুর।

বিজ্ঞাপন

আরও জানান, আমি আমার সংসারে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য গত ২৫ এপ্রিল বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হই। দাম্পত্য পুনরুদ্ধারে বদলগাছি পারিবারিক আদালতে মামলা করি। আমি তাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে আবারও সংসার করতে চাই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |