ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুন ২০২২ , ০৭:২২ পিএম


loading/img

যশোরের চৌগাছা উপজেলার মাসিলা ধোনার খাল থেকে চয়ন (২০) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) মুখপাত্র ওসি রুপন কুমার সরকার জানান, আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ধানখেতে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানান। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে এক যুবকের লাশ দেখতে পান। স্থানীয়রা ওই লাশটি হুদাপাড়ার সবুজ হোসেনের ছেলে চয়নের বলে শনাক্ত করে।

বিজ্ঞাপন

ওসি রুপন কুমার সরকার আরও জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত কাজ শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |