• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কুমিল্লা সিটি নির্বাচনের পরিবেশ তৈরিতে কমিশন ব্যর্থ : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

  ১৪ জুন ২০২২, ১৭:০৫
কুমিল্লা সিটি নির্বাচনের পরিবেশ তৈরিতে কমিশন ব্যর্থ : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার সিটি করপোরেশনের নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটাই প্রমাণ করে যে নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে মহিলা দলের এক মত-বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আবারও দাবি করেন, ১৯৯৪-৯৫ সালে বিএনপি প্রথম পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প কাজের প্রক্রিয়া শুরু করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে নদীতে খালেদা জিয়াকে হত্যা করতে চায় আওয়ামী লীগ, সেখানে যাওয়ার প্রশ্নেই আসে না।

এ সময় জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে আগুন, যা বললেন মির্জা ফখরুল
মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ
অবিলম্বে ভারতের সীমান্ত হত্যা বন্ধ করা উচিত: মির্জা ফখরুল
গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল