ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-ছেলের

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ০৪:৪৩ পিএম


loading/img

গাইবান্ধার গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে গরুকে রক্ষা করতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৩টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, রহিমা বেগম (৩৫) ও তার ছেলে রিফাত মিয়া (১২)। রহিমা বেগম মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় তাদের গরুটি। পরে রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মা রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে গরুটিও মারা গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এ খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুবছর ধরে কেন বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় পড়ে ছিল, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |