বাগেরহাটে মোংলা উপজেলায় এক দিনের ব্যবধানে বসতঘর থেকে আবারও অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
বিজ্ঞাপন
সোমবার (২০ জুন) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের শংকর মল্লিকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। ৫ কেজি ওজনের সাপটি ৭ ফুট লম্বা।
স্থানীয়রা জানান, সাপটি বাড়ির ভেতরে দেখতে পেয়ে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদিরকে ফোনে অবহিত করা হয়। এরপর তিনি এসে সাপটি উদ্ধার করে আমরবুনিয়া টহল ফাড়িতে অবমুক্ত করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে শাহাজাহান মোক্তাদির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।