ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুন ২০২২ , ১০:২৫ এএম


loading/img

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ড্রাইভার। 

বিজ্ঞাপন

বুধবার (২২ জুন) সকালে সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ জুন) রাত ১টা ১০ মিনিটে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালু ভর্তি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন, লক্ষ্মীপুরের আন্ধারমানিক এলাকার শামসুল আলমের ছেলে মুরসালিন (১৮)। আহত ট্রাকচালক শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশের এসআই খোরশেদ জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে বুধবার (২১ জুন) রাত দেড়টার সময় ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা যাওয়ার সময় একটি ড্রাম ট্রাক রেল লাইন ক্রস করে, তখনই দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রাকের হেলপার নিহত হন এবং ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনায় গেটম্যান আনোয়ারের কোনো গাফিলতি থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |