• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে প্রাণ গেল কিশোরের

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২২, ২০:৪৩
ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে প্রাণ গেল কিশোরের
ছবি : সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সিগন্যালবারে আঘাত লেগে এক ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার মন্মথপুর স্টেশনের অদূরে রেলক্রসিংয়ের সামনে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলস্টেশনের মাস্টার শওকত আলী।

দুর্ঘটনার পর রেলক্রসিংয়ে গেটম্যানের দাবি জানিয়ে রাজশাহীগামী আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আধাঘণ্টা আটকে রাখেন এলাকাবাসী।

স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে মন্মথপুর স্টেশন পার হওয়ার আগে টিফাইভ/এম গেটের সামনে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের অজ্ঞাতপরিচয় যাত্রী জানালা দিয়ে মাথা বের করেন। এ সময় সিগন্যালবারে আঘাত লেগে ট্রেন থেকে মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এই ঘটনার পর বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন পঞ্চগড় থেকে রাজশাহীগামী আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আটকে দেন।

দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিক্ষুব্ধ লোকজন বাংলাবান্ধা এক্সপ্রেস আটকে দিয়েছিলেন। তারা স্টেশনে মাস্টার ও রেলক্রসিংয়ে গেটম্যান দেওয়ার মৌখিক দাবি জানিয়েছেন। পরে তাদের সরিয়ে দেয়া হলে বাংলাবান্ধা এক্সপ্রেস গন্তব্যে যায়।

এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্ঘটনার কবলে মেহের আফরোজ শাওন
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার