ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ঈদের পর বিএনপিকে সংগঠিত করব : সাক্কু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

শনিবার, ২৫ জুন ২০২২ , ০৭:১৩ পিএম


loading/img

আসছে কোরবানির ঈদের পর এক মাসের মধ্যে কুমিল্লা মহানগর বিএনপিকে সংগঠিত করব। আমি বিএনপিকে ছাড়িনি, বিএনপিও আমাকে ছাড়েনি। বিএনপিতে আমার অবদান কেউই অস্বীকার করবে না। আমি ডরানোর লোক না। আমি সাক্কু একমাস কাজ করলেই বিএনপি আগের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুন) বিকেলে কুমিল্লা নগরীর নানুয়া দিঘিরপাড়ে অবস্থিত নিজ বাসভবনে সাবেক নৌপরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেনের (বীর প্রতীক) ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। 

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা হাজি মাসুক, মজিবুর রহমান, বিশিষ্ট আইনজীবী কাইমুল হক রিংকু, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা মো হুমায়ুন কবির। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। তবে সভায় বক্তারা কুমিল্লা সদর আসন থেকে পাঁচবার নির্বাচিত এমপি সাবেক নৌপরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেনের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |