• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাড়ি নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ১৭:৪১
সাবেক এমপি বাহারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন
ছবি : আরটিভি

কুমিল্লায় সাবেক এমপি বাহারের লোকজনের হুমকি ধমকিতে বাড়ি সংস্কার করতে পারছে না এক ভুক্তভোগী পরিবার। পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে গুম খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করে পরিবারটি।

রোববার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশিরীপট্টি এলাকার বাসিন্দা ইমরান হাসান। এ সময় তার মা রঙ্গী বেগম উপস্থিত ছিলেন।

ইমরান জানান, নগরীর তেলিকোনা গুদীর পুকুর পাড় এলাকায় তাদের ৬ শতক জায়গায় ৪টি টিনশেডের ঘর রয়েছে। সেখানে একটি পুকুরও রয়েছে। ঘর ও পুকুর পাড় সংস্কার করতে গেলে সাবেক এমপি বাহারের নেতাকর্মী হিসেবে পরিচিত ওই এলাকার কাশেম মিয়া, সেলিম মিয়া, জামরুল হুদা, জুয়েল হুদা, মাজেদ মিয়া মিলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ইমরান আরও জানান, এ নিয়ে সাবেক এমপি বাহারের মেয়ে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহারের কাছে বিচার চেয়েও বিচার পাননি। পরে থানায় অভিযোগ করেন ইমরান। তবে এখনও পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী ইমরান সাবেক এমপি বাহারসহ তার বাহিনীর কঠিন বিচার দাবি করেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৬ 
কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত
রেললাইনের ওপর হাঁটছিলেন শিল্পী, অতঃপর...
অন্তর্বর্তী সরকারের কাছে আসিফের ৫ প্রশ্ন