• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

এবার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর বুথের ব্যারিয়ার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২২, ১৮:৫০
বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এবার পদ্মা সেতুর বুথের ব্যারিয়ার
ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে ধাক্কা দিয়েছে শরীয়তপুর পরিবহনের একটি বাস। এ সময় টোলের দায়িত্বে থাকা কর্মকর্তারা চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেন।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনায় ৩ নম্বর বুথের নলবেড়ি বাঁকা হয়ে যায়।

টোল প্লাজার কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সয়ম টোল প্লাজার সামনে এসে ৩নং বুথে টোল প্রদান করে রসিদ না নিয়ে-ই বাসটি নিয়ে চলে যেতে চান। রসিদ না নেওয়ায় বুথের ব্যারিয়ার খোলা হয়নি। ফলে সেই ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে।

এতে ওই ব্যারিয়ার নলবেরি বাঁকা হয়ে যায়। এ সময় কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ থামিয়ে রাখেন। পরে বাস চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি জানতে বাসচালক মো. রানাকে ফোন করে পাওয়া যায়নি। শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান এরশাদ বলেন, আমাকে এখনও কেউ কিছু বলেনি। তাই আমি বলতে পারছি না।

জাজিরা প্রান্তের টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, সকাল থেকে টোল আদায় করে গাড়ি পরিচালনা করা হচ্ছিল। হঠাৎ ৩নং বুথে শরীয়তপুর পরিবহন নামে একটি বাস বুথে টাকা দিয়ে রসিদ না নিয়েই চলে যান। এ সময় বুথ ব্যারিয়ার না খোলায় সজোরে ধাক্কা দেয়। এতে নলবেরি ক্ষতিগ্রস্ত হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন আয়োজনে ইসিকে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির
স্বামী মোবাইলে তালাক বলায় গৃহবধূর আত্মহত্যা
প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ৪০