ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

দুর্বৃত্তদের অতর্কিত হামলায় যুবলীগ কর্মী নিহত

চট্টগ্রাম প্রতিনিধ, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুন ২০২২ , ০৯:৩৫ পিএম


loading/img

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় মমিনুল হক মামুন (৪৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আলী হোসেন সবুজ (২৬)।ইতোমধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুন) উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট-বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত মামুন মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. আকবরের বড় ভাই ও মৃত ইমাম শরীফের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টার দিকে ফকিরহাট গরুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মমিনুল হক ও তার ছেলে সবুজ। মাঝ রাস্তায় হঠাৎ তিনটি সিএনজি থেকে দুর্বৃত্তরা নেমে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে বাবা ছেলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমিনুল হককে মৃত ঘোষণা করে। ছেলে সবুজ মুমূর্ষু অবস্থায় চমেকে চিকিৎসাধীন।

নিহতের ভাই ইউপি মেম্বার আকবর হোসেন বলেন, দুর্বৃত্তরা তিনটি সিএনজি করে এসে অতর্কিত হামলা চালিয়ে পৌর সদরের দিকে পালিয়ে গেছে। আমার ভাই যুবলীগের রাজনীতির সাথে জড়িত ও পেশায় একজন কৃষক। তার সাথে কারো শত্রুতা ছিলো না। এটা পরিকল্পিত হত্যা।

বিজ্ঞাপন

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |