ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওই ইউনিয়নের চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চরবর্ণী গ্রামের ফরিদ প্রামাণিকের ছেলে তুষার প্রামাণিক (৩০)। তিনি স্থানীয় যুবলীগ কর্মী ও তিন সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুষার শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।
এদিকে তুষার প্রামাণিক ময়না ইউনিয়ন যুবলীগের একজন কর্মী ছিলেন বলে উপজেলা যুবলীগের নেতারা জানিয়েছেন। কিন্তু কেউ নাম প্রকাশ করে কোনো বক্তব্য দিতে চাননি।
ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।