ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

উপনির্বাচনের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবলীগ কর্মী খুন

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১০ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৫৪ পিএম


loading/img

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে দুই মাস আগে হওয়া উপনির্বাচনের ১০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. হোসাইন (৪৫) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলেও।

বিজ্ঞাপন

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মো. হোসাইন সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। তিনি যুবলীগ কর্মী ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, দুই মাস আগে হয়ে যাওয়া চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের ১০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরে উভয়পক্ষ মামলাও করে থানায়। রোববার দুপুরে চট্টগ্রামে পাহাড়তলীর সরাইপাড়া এবতেদায়ী মাদরাসার সামনে প্রথমে কথা-কাটাকাটি হয় দুপক্ষের মধ্যে। পরে জসিমের ছুরিকাঘাতে যুবলীগ নেতা হোসাইন খুন হন। এ সময় ছুরিকাঘাতে আহত হন হোসাইনের ছেলে অমিত।

স্থানীয়দের করা ভিডিওতে দেখা যায়, যুবলীগ কর্মী হোসাইনের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে জসিম নামে এক যুবকের। ছুরি নিয়ে হাতাহাতির এক পর্যায়ে হোসাইনকে ছুরিকাঘাত করেন জসিম।

এ বিষয়ে পাহাড়তলী থানার এসআই মো. জসিম জানান, উপনির্বাচনে আর্থিক বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত এবং ভুক্তভোগীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে হোসাইনকে দুপুরে হত্যা করা হয়। তদন্তের পর জানা যাবে ঘটনায় কারা জড়িত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |