• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

পদ্মা সেতুতে সেই মোটরসাইকেল দুর্ঘটনার ভিডিও প্রকাশ

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২২, ২৩:২৯

পদ্মা সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার প্রথম দিনই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ২৬ জুন রাত সাড়ে ১০টার দিকে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবক হলেন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

বুধবার (২৯ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই দুর্ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এতে দুর্ঘটনার আসল কারণ জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, দুটি বাইক একটি সামনে আর একটি পিছনে চলছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পাওয়া যায়, ব্যস্ত রাস্তায় একটি গাড়ি পার্ক করে কিছু মানুষ ছবি তুলছেন। এরপর প্রথম বাইকটি ডানে মোড় নিয়ে কোনোরকম চলে গেলেও দ্বিতীয় বাইকটি ওই মানুষগুলোকে বাঁচাতে গিয়ে দুর্ঘনার শিকার হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রথমবারের মতো ৭৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড
পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে যেদিন থেকে
লরি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২