বন্ধুর আশ্রয়ে ছিল জিতু
আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুল ছাত্র আশরাফুল আহসান জিতুকে (১৯) বন্ধুর বাসা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ জুন) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিতু উপজেলার নগরহাওলা এলাকায় বশির শরিফ (১৮) নামে তার সহপাঠী বাল্যবন্ধুর আশ্রয়ে ছিল। বশিরের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাইউসোনা গ্রামে।
জানা গেছে, বশির উপজেলার নগরহাওলা গ্রামে মোশাররফ হোসেনের ভাড়া বাড়িতে বড় ভাই ইমরান বিশ্বাস ও বড় বোন জিনিয়া আক্তারের সঙ্গে থাকত ।পরে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার এনআরজি স্পিনিং মিলে হেলপার পদে চাকরি নেয়। এদিকে বুধবার (২৯ জুন) ভোরে অভিযুক্ত জিতু মানিকগঞ্জ থেকে বন্ধু বশিরের ভাড়া বাড়িতে আসে।
বশির জানান, অভিযুক্ত জিতুর সঙ্গে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে। মঙ্গলবার (২৮ জুন) জিতু মানিকগঞ্জে তার নানার বাড়ি ছিল। পরে বুধবার (২৯ জুন) ভোরে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এসে বশিরকে ফোন করে এবং কয়েক দিনের জন্য আশ্রয় চায়।
বশির আরও জানান, জিতুকে স্থানীয় সিদ্দিকুর রহমানের বাড়িতে ভাড়া কক্ষে রেখেছিল। পরে বুধবার (২৯ জুন) বিকেলে ওই রুম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
এ বিষয়ে বাড়ির মালিক সিদ্দিকুর রহমান জানান, জিতুকে তারা চেনে না। বুধবার (২৯ জুন) বিকেলে হঠাৎ করে বাড়ির ভেতর কিছু লোক এসে তল্লাশি শুরু করে। এ সময় ঘুম থেকে ডেকে তুলে জিতুকে হাতকড়া পরানো হয়। পরে সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
উল্লেখ্য, গত ২৫ জুন দুপুরে শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে জিতু। এরপর ২৭ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মন্তব্য করুন