কিশোরদের ‘দাদা’ জিতুর পরিবার এলাকায় বেশ প্রভাবশালী
সাভারের আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতু এলাকার কিশোরদের কাছে ‘দাদা’ হিসেবে পরিচিত।
স্থানীয় লোকজন জানিয়েছেন, জিতুর পরিবার এলাকায় বেশ প্রভাবশালী। তার স্বজনেরা ওই কলেজের নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন। এজন্য আগেও একাধিকবার তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে স্কুল কর্তৃপক্ষ তাকে শাসিয়ে দায়িত্ব শেষ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কলেজের সভাপতি ও পরিচালক সবাই জিতুর আত্মীয়। এজন্য সে বেপরোয়া। সে কারও কথা মানে না।কে তাকে শাসন করবে। স্যার (উৎপল) তাকে শাসন করেছিলেন, তাই তাকে পিটিয়ে মেরে ফেলল।
এ বিষয়ে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, জিতুর একটি কিশোর গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে। নইলে যেকোনো সময় উৎপলের মতো আমাদেরও এমন পরিণতি হতে পারে।
-
আরও পড়ুন... বিয়ের ৭ দিন পর দায়ের কোপে নববধূর মৃত্যু
প্রসঙ্গত, গত ২৫ জুন দুপুরে শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে জিতু। এরপর ২৭ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক উৎপল কুমার সরকার।
এ ঘটনায় ২৬ জুন উৎপলের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জিতুকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
মামলার পর মঙ্গলবার (২৯ জুন) রাতে কুষ্টিয়া থেকে অভিযুক্ত জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে আটক করে পুলিশ। ওই রাতেই তাকে আশুলিয়া থানায় আনা হয়। এরপর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
- আরও পড়ুন... বন্ধুর আশ্রয়ে ছিল জিতু
এরপর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত উজ্জ্বলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মন্তব্য করুন