• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

অভাবের তাড়নায় সন্তানকে গলা টিপে হত্যা

নারায়ণগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২২, ২৩:১৩
অভাবে তাড়নায় নিজ সন্তানকে গলা টিপে হত্যা
ছবি : আরটিভি নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক অশান্তি ও অভাব-অনটনের তাড়নায় জান্নাতুল নামে আড়াই বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন মা শারমিন আক্তার (২২)।

সোমবার (৪ জুলাই) সকালে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শারমিন আক্তারকে আটক করেছে পুলিশ। তিনি ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

আটকের পর শিশুটির মা শারমিন আক্তার পুলিশকে জানান, ২০১৯ সালের ১৫ জানুয়ারি ফতুল্লার পাগলা এলাকার শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। পরের বছর তাদের সংসারে জান্নাতুল নামে একটি কন্যাসন্তানের জন্ম হয়। শিশুটির বয়স যখন ছয় মাস, তখন শাকিল তাদেরকে ফেলে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে শাকিল আর তাদের খোঁজখবর নেন না। এদিকে বাবা-মাও কথায় কথায় গালমন্দ করতেন ও খেতে দিতেন না। ফলে জান্নাতুল ক্ষুধার যন্ত্রণায় অনেক বিরক্ত করত। এতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার বর্ণনা দিয়ে শারমিন বলেন, সকাল ৭টার দিকে জান্নাতুলের গলা টিপে ধরি। এ সময় সে নড়াচড়া না করলে তাকে নিয়ে প্রথমে আমার বাবা-মায়ের কাছে যাই। মাকে গিয়ে জানিয়েছি পানিতে ডুবে গিয়েছিল জান্নাতুল। পরে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যান। তখন ফার্মেসির লোকজন হাসপাতালে পাঠায়। হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার ও তার মা শারমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে একটি হত্যা মামলা করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা: আঁচল ফাউন্ডেশন
নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ধামরাইয়ে শিক্ষার্থী হত্যা, যুবলীগ নেতা গ্রেপ্তার
তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ২১ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট