ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নওগঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ , ০৪:২১ পিএম


loading/img

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নফিসর শাহকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এদিকে পর্যাপ্ত প্রমাণ না থাকায় নফির শাহর দ্বিতীয় স্ত্রী হেমলতাকে খালাস প্রদান করেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, জেলার নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহ’র ছেলে নফির শাহ (৫৮)। 

বিজ্ঞাপন

মামলা সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ রাত সাড়ে ১০টার দিকে নফির শাহ তার প্রথম স্ত্রী লতিফন ওরফে লুৎফনকে (৫২) ঘরের ভেতর গলা টিপে হত্যা করে। পরে এ ঘটনায় লতিফনের বড় ভাই মো. মোজাম্মেল বাদী হয়ে নিয়ামতপুর থানায় নফির শাহ ও তার দ্বিতীয় স্ত্রী হেমলতার নামে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করলেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুর রহমান বলেন, আমরা মনে করি এই রায় থেকে অনেকেই শিক্ষা নেবেন। সেই সঙ্গে আদালত ও দেশের আইনের প্রতি মানুষের আস্তা বাড়বে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |