• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ২৩:৪৯
ছবি: সংগৃহীত

ফরিদপুরে স্ত্রী জেসমিন বেগমকে হত্যার দায়ে স্বামী মিলন শেখকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

এ সময় আসামি মিলন শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

মিলন শেখ সদর উপজেলার বিলমামুদপুর এলাকার আক্কেল মোল্যার ডাঙ্গী এলাকার মো. সিদ্দিক শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, স্বামীর পরকীয়ার প্রতিবাদের জেরে ২০১৯ সালের ২০ মার্চ সকালে স্বামীর ঘর থেকে জেসমিন বেগমের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। তাকে স্বামীর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জেসমিনের বাবা ইউনুস শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৭ জুলাই অভিযোগপত্র দেয়।

রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগে আটক স্বামী
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন
নড়াইলে শিশু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন