বিজ্ঞাপন
কমে আসছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট। বর্তমানে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও থেমে থেমে, আবার কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
শনিবার (৯ জুলাই) বিকেলে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এর আগে একই দিন দুপুর ২টা পর্যন্ত সড়কটিতে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত যান-চলাচলে ধীরগতি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে। আশা করা যাচ্ছে, বিকালের মধ্যেই যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।