ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সহকর্মীকে বাসায় ডেকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৭ জুলাই ২০২২ , ০৮:৩৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশে। 

বিজ্ঞাপন

রোববার (১৭ জুলাই) দুপুরে ভূইগড় কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর এলাকার মনিন্দ্র নন্দীর ছেলে আশিষ কুমার নন্দী (৩০)। বর্তমানে ফতুল্লা থানার ভূইগড় কড়ইতলা এলাকার আব্বাস মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীটি স্থানীয় একটি হোসিয়ারি (গেঞ্জি তৈরির) কারখানায় চাকরি করে। অভিযুক্ত যুবকও একই কারখানায় কাজ করত। গত ১৪ মে রাত সাড়ে ৮টায় কারখানা ছুটি হওয়ার পর চকলেট, চিপসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে দেওয়ার কথা বলে বাসায় নিয়ে ধর্ষণ করে। 

এদিকে গত ৬ জুলাই ভুক্তভোগী কিশোরী অসুস্থবোধ করলে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায়, সে অন্তঃসত্ত্বা। এ বিষয়ে ভুক্তভোগীকে জিজ্ঞাসা করলে সব কিছু খুলে বলে। পরে গত শুক্রবার অভিযুক্ত যুবককে শনাক্ত করে ভুক্তভোগী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হানিফ জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |