• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বগুড়ায় ৬ শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জুলাই ২০২২, ১১:০৬
বগুড়ায় ৬ শো-রুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বগুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় লোটোসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২০ জুলাই) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় আরএফএলের দুটি শোরুমও রয়েছে।

জানা গেছে, বগুড়ার সাতমাথায় লোটো, দুটি আরএফএল শোরুম, দুটি ফার্নিচারের দোকান ও একটি টাইলসের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার ও জান্নাতুল নাইম এই অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, এই অভিযানে ৯ মামলায় ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করে নেসকো-১’র একটি দল ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

তিনি আরও জানান, সরকারি আদেশ অমান্য করায় ৯ মামলায় অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৬ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার
নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর মরদেহ মিলল পুকুরে
হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা
আলুর কেজি ৪২০ টাকা!