• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

বগুড়ায় ৬ শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জুলাই ২০২২, ১১:০৬
বগুড়ায় ৬ শো-রুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বগুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় লোটোসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২০ জুলাই) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় আরএফএলের দুটি শোরুমও রয়েছে।

জানা গেছে, বগুড়ার সাতমাথায় লোটো, দুটি আরএফএল শোরুম, দুটি ফার্নিচারের দোকান ও একটি টাইলসের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার ও জান্নাতুল নাইম এই অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, এই অভিযানে ৯ মামলায় ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করে নেসকো-১’র একটি দল ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

তিনি আরও জানান, সরকারি আদেশ অমান্য করায় ৯ মামলায় অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৬ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
বগুড়ায় খাসির মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ২
পাঁচ মাসে ১৮ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর বিষপান