ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আবারও বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ জুলাই ২০২২ , ১২:২০ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

সিরাজগঞ্জে তৃতীয় দফায় আবারও অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত তিন দিনে প্রায় ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এ নদীটির পানি।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (২৫ জুলাই) শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৯৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার মো. হাসানুর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, গত শনিবার (২৩ জুলাই) থেকে তৃতীয় দফায় যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। সোমবার (২৫ জুলাই) যমুনা নদীতে পানি বৃদ্ধির হার অনেকটা বেশি। একই সময়ে নদীর শহর রক্ষাবাঁধ ও কাজীপুর মেঘাই ঘাট দুটি পয়েন্টেই যথাক্রমে ৩০ ও ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আগামী অমাবস্যা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। 

বিজ্ঞাপন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, বর্ষা মৌসুম চলছে, ফলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। তবে বৃদ্ধির হার বেশি। যমুনা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে থাকায় এ মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |