টাকা চুরির অপবাদে শিশুর মাথা ন্যাড়া করে বেঁধে নির্যাতন
নেত্রকোণার মদন উপজেলায় টাকা চুরির অপবাদ দিয়ে রানা মিয়াকে (১১) মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (২৪ জুলাই) উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। রানা ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। তার মা বেঁচে নেই।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, রুদ্রশ্রী গ্রামের কাজল মীরের ছেলে সুমন মীর (১৮) শনিবার সকালে বসতঘরের বাক্সে সাড়ে ১১ হাজার টাকা রেখে বাইরে যান। ঘরে সে সময় প্রতিবেশী রানা ছাড়াও সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেলে হাওর থেকে ফিরে এসে টাকা না পেয়ে রানাকে সন্দেহ হয় সুমনের।
পরে সন্ধ্যায় টাকার জন্য রানাকে ঘরে আটকে রাখেন সুমন। রাতভর নির্যাতনের পর রোববার সকালে মাথা ন্যাড়া করে ফের বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান উদ্দিন শিশুটিকে মুক্ত করেন।
রানা মিয়া বলে, আমি টাকা চুরি করিনি। মিথ্যা অভিযোগ দিয়ে সুমন ঘরে আটকে রেখে মারধর ও মাথা ন্যাড়া করে শিকল দিয়ে বেঁধে রাখেন। সুলতান মেম্বার আসার পর আমাকে ছেড়ে দেওয়া হয়। আমি তার বিচার চাই।
তবে সুমন মীরের দাবি, টাকা রাখার ঘটনা রানা ছাড়া কেউই দেখেনি। সে-ই আমার টাকা চুরি করেছে। এ জন্য তাকে শাস্তি দিয়েছি। তবে এখনও সে টাকা ফেরত দেয়নি।
ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিকল খুলে শিশুটিকে মুক্ত করে দিয়েছি। তাকে এভাবে নির্যাতন করা সুমনের উচিত হয়নি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফেরদৌস আলম জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন