• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

বিয়ের শর্তে জামিন পেলেন ধর্ষণ মামলার আসামি

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২২, ১৩:০৮
বিয়ের শর্তে জামিন পেলেন ধর্ষণ মামলার আসামি
ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালী থানায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের শর্তে ধর্ষণ মামলার আসামিকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত।

গতকাল রোববার (২৪ জুলাই) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত জামিন শুনানিতে বিয়ের শর্তে জামিন মঞ্জুর করেন। বাদী ও আসামি উভয়পক্ষ সমঝোতার পর এ সিদ্ধান্ত নেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী ফোরকান উদ্দীন খোকন বলেন, মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস হওয়ায় আগেই বিয়ের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। আমরা আদালতে সেই তথ্য তুলে ধরেছি। আদালতে বিয়ের কাবিননামায় স্বাক্ষর করে বিয়ে সম্পন্ন হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিয়ের শর্তে অস্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পুঁইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনা এলাকার ২২ বছরের এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে যুবককে সতর্ক করা হয়।

চলতি বছরের ১১ এপ্রিল ওই যুবক স্কুলগেট থেকে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ছাত্রীকে। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ছেলে ও তার মা-বাবাকে আসামি করে ১৩ এপ্রিল বাঁশখালী থানায় ছাত্রীর মা মামলা করেন। তারপর থেকে ওই যুবক কারাবন্দি ছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারের ধাক্কায় ফাটল ওয়াসার পাইপ, পানি উঠল ৪০ ফুট ওপরে
সরকার সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে: সড়ক উপদেষ্টা
চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেপ্তার
ভুয়া জন্মসনদে বিয়ে, কনের বাবা-মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা