ঝালকাঠির পৌর এলাকার একটি কলেজে সূর্যাস্তের পরও নামানো হয়নি জাতীয় পতাকা। স্থানীদের খবরে গতকাল রোববার (২৪ জুলাই) রাত ৮টার দিকে কলেজ ক্যাম্পাসে গিয়ে তথ্যের সত্যতা মেলে। পশ্চিম ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ ও এর সংশোধনী আইন ২০২১ অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত সময় এবং কিছু নির্ধারিত ভবনে সব কর্মদিবসে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়।
এসব ক্ষেত্রে শুধু সূর্যোদয়-সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলিত রাখার নিয়ম রয়েছে। কিন্তু আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
কেন পতাকা নামানো হয়নি জানতে চাইলে কলেজের অধ্যক্ষ খাদিজা খানম বলেন, কলেজের স্টাফ শুভ তার ব্যক্তিগত কাজে দুপুর ১টার দিকে চলে যায়। এ কারণে পতাকাটি নামানো হয়নি। সে রাতে এসে নামিয়েছে।