ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

কলেজে রাতে উড়ছে পতাকা

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ জুলাই ২০২২ , ০১:১৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঝালকাঠির পৌর এলাকার একটি কলেজে সূর্যাস্তের পরও নামানো হয়নি জাতীয় পতাকা। স্থানীদের খবরে গতকাল রোববার (২৪ জুলাই) রাত ৮টার দিকে কলেজ ক্যাম্পাসে গিয়ে তথ্যের সত্যতা মেলে। পশ্চিম ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ ও এর সংশোধনী আইন ২০২১ অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত সময় এবং কিছু নির্ধারিত ভবনে সব কর্মদিবসে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়।

এসব ক্ষেত্রে শুধু সূর্যোদয়-সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলিত রাখার নিয়ম রয়েছে। কিন্তু আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

বিজ্ঞাপন

কেন পতাকা নামানো হয়নি জানতে চাইলে কলেজের অধ্যক্ষ খাদিজা খানম বলেন, কলেজের স্টাফ শুভ তার ব্যক্তিগত কাজে দুপুর ১টার দিকে চলে যায়। এ কারণে পতাকাটি নামানো হয়নি। সে রাতে এসে নামিয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |