• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২২, ১৩:৫৩
শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন
ছবি : আরটিভি নিউজ

বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন। সোমবার (২৫ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে তিনি এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তি নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ন আলীর ছেলে লিয়াকত আলী (৫৮)।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আরটিভি নিউজকে জানিয়েছেন, ২০১৫ সালের ২১ মার্চ বিকেল তিনটার দিকে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী দশ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিলো। এসময় একই গ্রামের দণ্ডিত আসামি লিয়াকত আলী বরই খাওয়ার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় শিশুটিকে ভয়ভীতি দেখায় এবং কাউকে না বলার কথা বলে ঘরে থেকে বের করে দেয় লিয়াকত। কিন্তু ভিকটিম পরের দিন পরিবারের লোকজনকে জানালে তার বাবা প্রতিবন্ধী হওয়ায় দাদা আব্দুল আওয়াল বাদী হয়ে ২ এপ্রিল নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই আব্দুল হক তদন্ত শেষে ১৫ সালের ১৩ জুলাই আসামি লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ আটজনের স্বাক্ষ্য গ্রহণের পর আজ এই রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবাজারে অগ্নিসংযোগ, ৩০ জনের বিরুদ্ধে মামলা
৫ আগস্ট পরবর্তী মামলাগুলো যথাযথ তদন্ত করতে হবে: আইজিপি 
শাহজাহান ওমরসহ ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
ট্রাম্পের ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলার রায় স্থগিত