ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

৩ ঘণ্টা ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ২৭ জুলাই ২০২২ , ০৭:৪১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

আসন না পেয়ে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ট্রেনটি বুধবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। টিকিটবিহীন ভর্তিচ্ছুরা ট্রেনটিতে যাওয়ার দাবি জানিয়ে বিকেল সোয়া ৩টার দিকে আটকে দেন।  সেই সঙ্গে তারা বিক্ষোভ করতে থাকেন। পরে সন্ধ্যায় সোয়া ৬টায় ট্রেনটি ছেড়ে যায়।

রাজশাহী রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, আজ রাতের ট্রেনে অতিরিক্ত বগি দেওয়া হবে। আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত পর্যায়ক্রমে শিক্ষার্থীদের পৌঁছে দিতে ট্রেনগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরপরও শিক্ষার্থীরা পদ্মা ট্রেনেই বাড়ি ফিরে যেতে অনড়। তাই এই ট্রেনে অতিরিক্ত বগি লাগানো হয়েছে। এরপর ট্রেনটি ছাড়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সন্ধ্যা ৬টায় অতিরিক্ত বগি লাগানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী রেলওয়ে স্টেশনে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |