ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আ.লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

চাঁদপুর (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

বুধবার, ২৭ জুলাই ২০২২ , ১১:৪৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া মার্কা) মো. ইকবাল হোসেন ৬ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় নির্বাচনি ফলাফল জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু জাহের ভুঁইয়া।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীর নৌকা মার্কা পেয়েছেন ৪ হাজার ৮৪১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরিফুল ইসলাম সুজন হাত পাখা মার্কা পেয়েছে ১ হাজার ৩৬৪ ভোট।

বিজ্ঞাপন

নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য  ২৮ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। পরিবেশ খুবই সন্তোষজনক ছিল। 

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। সকলের সহযোগিতায় এই ইউনিয়নে একটি সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |