ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বিষপানে কলেজছাত্রের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ , ০৮:৪১ এএম


loading/img
সাব্বির হোসেন। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেয়ায় বিষপানে আত্মহত্যা করেছে সাব্বির হোসেন (১৭) নামে এক কলেজছাত্র। সাব্বির চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত সাব্বির হোসেন সদর উপজেলার হায়দারপুর তালবাগান এলাকার মৃত রাশেদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য তার মায়ের কাছে বায়না ধরে সাব্বির। মোটরসাইকেল কিনে না দেয়ায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতেই বিষপান করে সে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানের তার পাকস্থলী থেকে বিষ ওয়াশ করার পর তাকে ওয়ার্ডে ভর্তি রাখার পরামর্শ দেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যায় সাব্বির।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, অতিরিক্ত মাত্রায় বিষপান করে সাব্বির। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। এর কিছুক্ষণ পর মারা যায় সে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |