ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পল্লবী থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ জুলাই ২০২২ , ১২:০৫ পিএম


loading/img

রাজধানীর পল্লবী থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত অটোরিকশাচালকের নাম আবদুল লতিফ হাওলাদার (৬০)।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ জুলাই) ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি পারভেজ বলেন, আজ দিবাগত রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে লতিফকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি যে অটোরিকশাটি চালাতেন, সেটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।

অটোরিকশা ছিনতাই করতে লতিফকে দুর্বৃত্তরা খুন করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ওসি পারভেজ বলেন, এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

ময়নাতদন্তের জন্য লতিফের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, লতিফ পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরের ট–ব্লক এলাকার একটি বস্তিতে থাকতেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |